চট্টগ্রাম

বোয়ালখালীতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

  বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ৫:৫৭:০৩ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় (ইপিআই) আওতায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান (কে.বি.কে.আর) বালিকা উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে

উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নির্গাত জাবীন, ডা. রাজশ্রী, ডাঃ তোফায়েল আহমদ, ডা. মাসুদুল আলম, ডা. শারমিন আকতার, শিক্ষিকা সুমি বড়ুয়া, বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য এম মনির চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য এস এম শাহেদ হোসাইন ছোটন প্রমুখ।  

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃজাফরিন জাহেদ জিতি জানায়,বোয়ালখালী উপজেলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে টিসিভি ক্যাম্পেইন লক্ষ্যমাত্রা ৭২ হাজার ৬৪৩ জন এবং ২১১টি কমিউনিটি পর্যায়ে লক্ষ্যমাত্রা ২০ হাজার ২৫৬ জন। শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন চলবে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। প্রথম দিনে ৪ হাজার ৪৮৪ জনকে টাইফয়েড টিকা প্রয়োগ করা হবে বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content