প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৪ , ৫:৩০:১৬ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৩শ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ মো. নুর বক্স (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) রাতে ৯নং আমুচিয়া ইউনিয়নে চোলাই মদ তৈরি ও বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বোয়ালখালী থানা পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে দুই মাদক কারবারির সদস্য পালিয়ে গেলেও মোঃ নুর বক্সকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ নুর বক্স হলেন, ০৯নং আমুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধোরলা বাদামতল নুর আহমদ মাষ্টার বাড়ীর মৃত রহিম উল্ল্যাহর পুত্র।
বোয়ালখালী থানা সূত্রে জানা যায়,নুর বক্স ও তার দলের সদস্যরা দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন। গ্রেফতারকৃত
মোঃ নুর বক্স এর বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা নং- ১১, ধারা- ৩৬(১) সারণির ২৪(গ)/৪১/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে ।
বোয়ালখালীর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “মাদকবিরোধী অভিযানে এক কারবারিকে আটক করা হয়েছে এবং ৩শ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আটক আসামিকে আজ (১৪ নভেম্বর) বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এই অভিযান এবং মাদক নির্মূলে এমন পদক্ষেপ অব্যাহত রাখার জন্য বোয়ালখালীর জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন তিনি।