প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৪ , ৩:১৪:১৫ প্রিন্ট সংস্করণ
ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে “ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই স্লোগানের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী, কৃষিবিদ এস এম রাশেদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম, কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কৃষক-কৃষানি প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষকদের মাঝে ইঁদুর নিধনের মেডিসিন ও খাঁচা বিতরণ করা হয়
কৃষিবিদ এস এম রাশেদুল হাসান উপস্থিতি সকলের উদ্দেশ্যে প্রোজেক্টরের মাধ্যমে সচেতনতা বাড়াতে ইঁদুরের নানা ধরণে ক্ষতি সাধন ও বিস্তরের বিষয়ে উথাপন করেন।
এসময় তিনি বলেন, ইঁদুর আমাদের দেশে খাদ্যশস্য ধ্বংস করছে। প্রতি ১০০ টি ইঁদুর বছরে ১ মেট্রিকটন খাবার নষ্ট করে। তাই আমাদের সবাইকে সবার স্থান থেকে ইঁদুর নিধন করতে হবে।