প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৫ , ৭:২২:১৫ প্রিন্ট সংস্করণ
ফরিদপুরের বোয়ালমারীতে যুবদল নেতার হুমকি ও বাধায় ওয়াজ মাহফিল বন্ধের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় লোকজন তিব্র নিন্দা জানিয়েছেন। তবে কেউ ভয়ে সরাসরি মুখ খুলতে সাহস পাচ্ছে না।
সূত্রে জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের নদীয়ার চাঁদ বাজার জামে মসজিদের বুধবার (০৮.০১.২৫) ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকাল থেকে ওয়াজের প্যান্ডেল ও গেট সাজানো হয়। তবে এ ওয়াজ মাহফিলে ওই মহল্লার মেম্বর ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর বিশ্বাসকে প্রধান অতিথি করা হয়৷ এ কারণে উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট ওই মসজিদের সভাপতিকে ফোন করে হুমকি দিয়ে মাহফিল বন্ধ করে দেয় বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার (০৭.০১.২৫) বিকেলে ডেকোরেটরের মালিক পক্ষের লোক ওয়াজ মাহফিল প্যান্ডেলের কাপড় খুলে নিয়ে যায়।
৯ নং ওয়ার্ডের মেম্বর আলমগীর বিশ্বাস বলেন, আমি একজন জন প্রতিনিধি। আওয়ামী লীগ করি। আমাকে ওয়াজ মাহফিলের কমিটি প্রধান অতিথি করেন। এ কারণে যুবদল নেতা রবিউল ইসলাম সম্রাট অত্র মসজিদ ও মাহফিলের সভাপতি জামালকে ফোনে হুমকি দেয়। সেই সাথে যুবদল নেতা মাহফিলও বন্ধ করার নির্দেশ দেন। বন্ধ না হলে পুলিশ দিয়ে ধরিয়ে নেবে ওই কমিটির লোকজনদের। সে ভয়ে মসজিদ ও মাহফিল কমিটি ইসলামী জলসা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এভাবে ওয়াজ মাহফিল বন্ধ করায় তিব্র নিন্দা জানাই। যুবদল নেতা সম্রাট এ গুলো করেছে। মাহফিল কমিটি আমাকে অতিথি না করে অন্য কাউকে করতো। তার পরেও ইসলামী জলসা সফল ভাবে সম্পন্ন হলে মনটা শান্তি পেত।
মসজিদের সভাপতি মো. জামাল মোল্লা বলেন, আমরা প্রতি বছর যাদেরকে অতিথি করেছি। এবারও তাদের রেখেছি। তবে যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট ফোন করে বলে এই মাহফিল করা যাবেনা। আওয়ামী লীগের লোকজনকে অতিথি করেছেন কেন?
এখন তাদের অতিথি না করে বিএনপি নেতা কর্মীদের অতিথি করতে হবে। আর তা না করতে পারলে মাহফিল বন্ধ করতে হবে। তাই ভেজাল না করে ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছি।
উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট বলেন, কই আমিতো কাউকে কিছু বলিনি। আমি এ বিষয় কিছু জানিনা।তবে শুধু গুনবহা আর নদেরচাঁদ না এই উপজেলার ভেতরে আওয়ামী লীগের দোসরদের অতিথি করলে সে অনুষ্ঠান করতে দেয়া যাবেনা।
বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসুল বলেন, এ বিষয় আমার জানা নেই। আপনার মাধ্যমে শুনেছি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখা হবে।