প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৪ , ৭:৫৪:১৬ প্রিন্ট সংস্করণ
বাঙালির ঐতিহ্য লালন করতে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মাঝিমাল্লার গানের তালে তালে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বিলচাপাদাহে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে বিল চাপাদাহের দুই পাড়ে মানুষের ঢল নামে। বিভিন্ন গ্রাম ও শহর থেকে অসংখ্য মানুষ ভীড় জমায় বেড়দী গ্রামের রাস্তায় ও স্থানীয় লোকজন বিল নানা রকমের ডিঙি নৌকা, ট্রলারে ও গাছে উঠে নৌকা বাইচ উপভোগ করে।
এ উপলক্ষে বেড়াদী, ঘোষপুর, বাস্তপুর, শেরাপুর, রুপদিয়া, রতনদিয়া, খামারপাড়া, গ্রামে উৎসবের আমেজ বিরাজ করে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে সাতৈর ইউনিয়নের বাসিন্দাদের আয়োজনে এ নৌকা বাইচের অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ মেলায় সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন টিয়াই এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সানেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জায় সাহা, প্রমুখ। নৌকা বাইচে প্রথম হয়েছে পরমেশ্বরদী ইউনিয়নে তামারহাজী গ্রামোর বাকু শেখের নৌকা। দ্বিতীয় হয়েছে পবণ বেগ মধুখালী উপজেলার কুরুকদীয়া গ্রামের নৌকা। তৃতীয় হয়েছে বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কায়েম ফকিরের জলপরী নৌকা, বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলেদেন।