দেশজুড়ে

বোয়ালমারী পৌর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৪ , ৭:২৭:১৭ প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের বোয়ালমারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে পৌর বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠন নেতাকর্মীদের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা পৌর সদরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সামনে এসে শেষ করেন। পরে উপজেলা মডেল মসজিদের সামনে মা মেডিসিন ফার্মেসীর ছাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুবদল নেতা রোকনুজ্জামান বকুলের সভাপতিত্বে বিএনপি নেতা মো. মামুন মৃধার সঞ্চালনায়, প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক এমপি মো. হাসান সালেহ আহমেদ প্রিন্স, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শেখ আনিসুজ্জামান তপু, বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মো. রফিক, বিএনপি নেতা মো. উজ্জল, ফিহাম, যুবদল নেতা মোহাম্মদ মুন্না, মিজান ঠাকুর, মোহাম্মদ মনির, জনি মিয়া, জং হাবিব, বোয়ালমারী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এহসানুল হক মিলন, রুপাপাত ইউনিয়ন ছাত্রদলন নেতা রিজন মোল্যা, ময়না ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অর্থী শেখ, চতুর ইউনিয়ন ছাত্র সহসভাপতি মোহাম্মদ মুসা, উপজেলা ছাত্রনেতা মো. ওমর ফারুক, আমিনুর, শিহাব শেখ প্রমুখ। 

আরও খবর

Sponsered content