প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ৬:৫৫:৫৬ প্রিন্ট সংস্করণ
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য সরকারি নির্দেশনা বাস্তবায়নে গঠিত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান -উজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. এনামুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। দেশের অর্থনীতিতে এবং পুষ্টির জোগানে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু অতিরিক্ত আহরণ, পরিবহন ও বিপণনের কারণে ইলিশের উৎপাদন হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রতিবছর মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে থাকে।

















