প্রতিনিধি ৬ জুন ২০২০ , ৫:০৬:৪৮ প্রিন্ট সংস্করণ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বোয়ালখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভেবে কলেজ ভবন থেকে লাফিয়ে পড়ে সুমন দেওয়ানজী (৩৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (৬ জুন) সকালে কধুরখীল জলিল আম্বিয়া কলেজের ৫ম তলা থেকে লাফ দেয় সুমন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বোয়ালখালী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সে কধুরখীল ৫নং ওয়ার্ড এলাকার হরি চৌকিদার বাড়ীর টুন্টু দেওয়ানজীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি বিশ্বাস টিটু জানান, নিহত সুমন রাতে স্ত্রীকে জানায় সে করোনায় আক্রান্ত হয়েছে এবং তার থেকে আলাদা থাকার জন্য বলে। বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা আজকে করোনা পরীক্ষা করার জন্য বলে। সকালে সবার অগোচরে পাশ্বর্বতী জলিল আম্বিয়া কলেজের নতুন ভবনের ৫ম তলায় উঠে রাস্তার উপর লাফ দেয়।