প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৩:২২:৩৬ প্রিন্ট সংস্করণ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী বাজারের টিন শেড উধাও হয়ে গেছে। সরকারি এ বাজারের টিন শেড টেন্ডার ছাড়াই কে বা কারা খুলে নিয়ে গেছে। এতে রাজস্ব বঞ্চিত হলো সরকার।
স্থানীয়রা জানান, গত ৪-৫দিন আগে বাজারের বিশাল টিন শেড খুলে নিয়ে যাওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী অফিস সূত্র জানায়, ফকিরাখালী বাজার উন্নয়নের জন্য সম্প্রতি একটি বরাদ্দ এসেছে। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫৫ লাখ টাকা। মের্সাস জেমু এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজটি পেয়েছেন।
উপজেলা সহকারী প্রকৌশলী ফারুক হোসেন বলেন, ফকিরাখালী বাজারে শেড নির্মাণ, টয়লেট নির্মাণ ও টিউবওয়েল বসানোর জন্য বরাদ্দ পাওয়া গেছে। তবে বাজার উন্নয়নের এ কাজ অফিসিয়ালি ভাবে এখনো ঠিকাদারকে বুঝিয়ে দেয়া হয়নি। বাজারের এ সম্পত্তি উপজেলা প্রশাসনের। কেউ যদি নিলাম বিহীন স্থাপনা নিয়ে যায় সেটা অবৈধ বলে যোগ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, আমাদের কাছে এ বিষয়ে কোনো চিঠি আসেনি বিধায় কিছু বলতে পারছি না। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নুরুল আলমের মুঠো ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ সচিব মো. কামরুল হাসান তালুকদার জানান, বরাদ্দের বিষয়ে অবগত হয়েছি। কিন্তু বাজারের শেড কারা খুলে নিয়েছে জানি না।