প্রতিনিধি ২১ অক্টোবর ২০২০ , ৪:৫৫:২৫ প্রিন্ট সংস্করণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে দুর্গা পূজা শুরুর আগেই প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে কুন্ডুরামদিয়ার গ্রামের কর্মকার বাড়ির অস্থায়ী মন্দিরে গতরাত মঙ্গলবার ৮টায় দূর্বৃত্তরা দুর্গাপূজা সহ সকল পূজার মূর্তি ভেঙ্গে ফেলেছে। এঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছেন। থানা সূত্রে জানা গেছে এ বিষয়ে মিনাল কর্মকার বাদী হয়ে থানায় অজ্ঞাত পাঁচজনের নামে মামালা দায়ের করছেন।
ইতিমধ্যে দুজনকে থানা পুলিশ আটক করেছেন। এদের মধ্যে গাউজ খাঁনের ছেলে নয়ন শেখ (১৬) এজাহার ভুক্ত আসামী এবং ছিরু মৃধার ছেলে রাজু মৃধাকে(১৮) পুলিশ গ্রেফতার করেছেন।
সেখানে উপস্থিত হয়ে বাংলাদেশ হিন্দু মহাজোটের সিনিয়র সহসভাপতি সুবাস সাহা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল সাহা বলেন,পূজা শুরুর আগেই এমন দূর্ঘটনার নিন্দা জানিয়ে এর পিছনের মূলহোতাদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন। এ বিষয়ে অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, দু’জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
তাদের আদালতের প্ররণ করা প্রকৃয়াধীন রয়েছে বলে জানান।