প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২০ , ৬:৪১:০৯ প্রিন্ট সংস্করণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বোয়ালমারী উপজেলার এ্যসিল্যান্ড (ভূমি) অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ভূমি অফিস চত্বরে আমলকী সহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি), মারিয়া হক। তিনি বলেন, মুজিবশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেক শহর এবং গ্রামের সকল স্তরে বৃক্ষরোপণ করে দেশ ও প্রকৃতির ভার্সাম্য ও ফর্মালিন মুক্ত ফলের জন্য ফলদ বৃক্ষ অতুলনীয়। এসময় আরো উপস্থিত ছিলেন, করো ভুমি কর্মকর্তা বিশ্ব জিৎ, ভিপি সহকারী লুৎফর,প্রধান সহকারী সেলিম শেখ,অফিস সহকারী মো. মাসুদ শেখ সহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারির উপস্থিতিতে এ বৃক্ষরোপন কার্য শুরু হয়, এবং অব্যাহত থাকবে বলে জানান।