প্রতিনিধি ১২ নভেম্বর ২০২০ , ৪:০২:৩১ প্রিন্ট সংস্করণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে অনুষ্ঠিতব্য এ সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ঝোটন চন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন,ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক সোহেল শেখ, স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প.প. খালিদুর রহমান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও উপজেলা কনজুমার এ্যাসোসিয়েশনের সভাপতি মহব্বত জান চৌধুরী প্রমুখ।