প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫৭:৩৮ প্রিন্ট সংস্করণ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সোনানগর গ্রামে জমিজমা বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত হয়েছে হায়াত আলী (৫০) নামের এক ব্যক্তি। নিহত ব্যক্তির বাড়ি পাশের আলফাডাঙ্গা উপজেলার উথলী গ্রামে। নিহতের ঘটনায় আজিম শেখ বাদি হয়ে থানায় ১১জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৬, তারিখ ৮/৯/২০ ইং। ওই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় দুই আসামি ইনামুল শেখ (৪০) ও হানিফ শেখকে ( ৪২) গ্রেফতার করেছে। এজহার ও এলাকা সূত্রে জানা যায়, আজিম গ্রুপের ও বাদশা গ্রুপের অনেক দিন আগে থেকে পারিবারিক কলহ থাকায় তার জের ধরে মঙ্গলবার সকাল ৭টার দিকে জমিজমাকে কেন্দ্র করে সোনানগর গ্রামে আজিম শেখ ও বাদশা শেখ গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ হয়।
এ সময় সংঘর্ষে পাশের উথলী গ্রামের বাসিন্দা আজিম শেখ গ্রুপের হায়াত আলী আহত হয়। আহত অবস্থায় তাকে বোয়ালমারী হাসপাতালে আনা হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে ফরিদপুর আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।