রাজশাহী

ব্যবসায়ীর গোয়ালঘর থেকে ৭০০ লিটার সয়াবিন তেল উদ্ধার

  প্রতিনিধি ১৭ মে ২০২২ , ৭:১৭:৩৬ প্রিন্ট সংস্করণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ী সিরাজুল ইসলামের গোয়ালঘর থেকে ৭০০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রামের ব্যবসায়ীর নিজ বাড়ির গোয়ালঘর থেকে ওই তেল উদ্ধার করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির জানান, উপজেলার জোনাইল বাজারে থানা পুলিশের সহায়তায় মেসার্স শাহানা ট্রেডার্সে অভিযান চালানোর সময় খবর পান ওই দোকানের মালিক সিরাজুল ইসলামের বাড়িতে তেল মজুদ আছে। পরে তার গ্রামের বাড়ি চৌমুহানে অভিযান চালালে গোয়ালঘরে মজুদ ৭০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে অবৈধ মজুতকরণের অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আরও খবর

Sponsered content