প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২২ , ৪:৪৫:২৮ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘চায়না বা জাপানিরা কাজে বিলম্ব করে না। তারা মেয়াদের আগে কাজ শেষ করে। মেট্রোরেলের কাজও ৬ মাস আগে শেষ করে তারা টাকাও ফেরত দিয়েছে। ব্যয় বাড়াতে আমাদের দেশে উন্নয়ন কাজ বিলম্ব করার ট্রেডিশন রয়েছে। কিন্তু ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাজ বিলম্ব হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। বাংলাদেশিদের চেয়ে চায়নারা অনেক অভিজ্ঞ। তারা চাইলে জনবল ও ইকুইপমেন্ট বাড়িয়ে ২০২৩ সালেই নতুন টার্মিনাল ভবনের কাজ সম্পন্ন করতে পারে।’
আজ বৃহস্পতিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালের উন্নয়ন কাজ পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।