বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের দর্শকদের রুচি নিয়ে প্রশ্ন!

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২১ , ৪:১০:৪৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

তরুণ নির্মাতা শাহাদাত রাসেল। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে এ নাটকটির দর্শকদের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন রাসেল।

১৬ এপ্রিল চার্লি চ্যাপলিনের জন্মদিন উপলক্ষে দেওয়া স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘ব্যাচেলর পয়েন্টের একটা পর্বের কিছু অংশ আমি দেখেছিলাম। ব্যক্তি হিসেবে আমার ভীষণ পছন্দের ছোটভাই পলাশ এখানে কাবিলা চরিত্রে অভিনয় করেছে বলে। আমার মনে হয়েছে যে ‘ভাদাইম্মার সাত বউ’ এবং হিরো আলমের ভিডিওর চাইতে ব্যাচেলর পয়েন্ট টেকনিক্যালি আধুনিক ও রিচ। ব্যাস এটাই একমাত্র তফাৎ পেয়েছি।

স্ক্রিপ্ট ও ফিলোসফিটা একই। আমার কাছে ব্যাচেলর পয়েন্ট হচ্ছে বাঙালির রুচির যে দুর্ভিক্ষ চলছে তার ব্যারোমিটার।

অবশ্য নির্মাতা অমি বলেছেন যে, ‘যারা ব্যাচেলর পয়েন্টকে ভাঁড়ামি বলে তারা কমেডিই বোঝে না’। হ্যাঁ, আমি চার্লি চ্যাপলিন থেকে সারাজীবন অ্যাকশন শিখেছি কেবল। ক্ষমা করবেন চার্লি চ্যাপলিন অথর্ব উনমানুষের দেশে জন্মেছি বলেই আজকে আপনার জন্মদিনে এটা নিয়ে লিখতে হলো।

হালের আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। সম্প্রতি শেষ হয়েছে এটির তৃতীয় সিজনের প্রচার। তৃতীয় সিজন শেষ হওয়ার পর দর্শকমহলে বেশ প্রভাব ফেলেছে এটি। দ্রুত চতুর্থ সিজন চালু করার দাবি করেছেন ভক্তরা।