চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২১ , ৩:৫৪:৪০ প্রিন্ট সংস্করণ

বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের জামালপুর গ্রামের এ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো.রফু মিয়া (ওয়ারেন্টের আসামী) পিতা: মো.রুস্তম আলী ও মো.জলফু মিয়া পিতা: মৃত্যুঃ শহিদ মিয়াকে ১১বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

 

বিজয়নগর থানার পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস. আই. বিশ্বদেব ও এস. আই. মাহমুদের নেতৃত্বে আসামীদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আতিকুর রহমার বলেন, রফু মিয়া মাদক মামলার ওয়ারেন্টের আসামী এবং জলফু মিয়াকে ১১বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়,জলফু মিয়ার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।আজ দুপুরে দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content