Uncategorized

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি জায়গা দখল করে নির্মিত ইমারত উচ্ছেদ

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৬:২৯:৫২ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি জায়গা দখল করে নির্মিত ইমারত উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সুহিলপুরে সরকারি কাচারী পুকুরের জায়গা দখল করে নির্মিত ইমারত উচ্ছেদ করেছে ইউনিয়ন ভূমি অফিস। মঙ্গলবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গরু বাজার সংলগ্ন উত্তরাংশে কাচারী পুকুরের জায়গা দখল করে ইমারত নির্মাণ করা ইমারতটি গুড়িয়ে দিয়ে ভূমিটি পুনরুদ্ধার করেছেন সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ। নির্মাণ শ্রমিক ও স্থানীয় লোকেরা জানান সুহিলপুর ইউনিয়নের যুবলীগ নেতা আজিজুল ইসলাম, স্বপন মিয়া ও আতাউর রহমান গং জায়গাটি দখল নেয়ার জন্য ইমারত নির্মাণ করেন। এ বিষয়ে সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর বলেন, বিষয়টি আমি জানি না, যেহেতু জায়গাটি গরু বাজার সংলগ্ন সেহেতু গরু বাজার কমিটির সভাপতি আনু ভূইয়া সাহেব বিষয়টি বলতে পারবেন। গরু বাজার কমিটির সভাপতি আনু ভূইয়া জানান, আমি জানিনা, এটা সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলতে পারবেন। এ বিষয়ে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও গরু বাজার কমিটির সাধারণ সম্পাদক বলেন, রাতের অন্ধকারে কে বা কারা ইমারত নির্মাণ করেছে আমার জানা নেই। কে বা কারা সম্পৃক্ত রয়েছে তাও আমার জানা নেই।

ভূমি সহকারী কর্মকর্তা পঙ্কজ বর্দ্ধন জানান, আমরা বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া স্যারকে অবগত করি। স্যারের নির্দেশেই আমরা তাৎক্ষণিকভাবে সদলবলে উপস্থিত হয়ে নির্মিত ইমারতটি ভেঙ্গে জায়গাটি পুনরুদ্ধার করি।

আরও খবর

Sponsered content