প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২১ , ৫:৫৯:৫২ প্রিন্ট সংস্করণ
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে আবু সাঈদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ভবানীপুরে স্থাপিত এই পাঠাগারের উদ্বোধন করেন নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো: সাজেদুর রহমান খাঁন।
পাঠাগার পরিচালনা পর্ষদ ও ওয়ার্ড আ’লীগের সভাপতি মনির পাটোয়ারীর সভাপতিত্বে ও ইমান হোসেন খোকনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক ও আবুল কালাম জোয়ার্দ্দার, জোয়াড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, প্রবীণ আ’লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।