প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২০ , ৪:২৬:১৩ প্রিন্ট সংস্করণ
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল জলিল প্রামাণিকের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে উপজেলার মৌখাড়া বাজারে ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। প্রধান বক্তা ছিলেন বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি কেএম জাকির হোসেন।
অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, বড়াইগ্রাম পৌর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল হক বাচ্চু, জেলা আ’লীগের সদস্য মাজেদুল বারী নয়ন, চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত বছর ২৭ অক্টোবর আ’লীগ সভাপতি আব্দুল জলিল প্রামাণিক (৬৭) দীর্ঘদিনের জটিল অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন।