প্রতিনিধি ৪ নভেম্বর ২০২১ , ৭:০৪:৩০ প্রিন্ট সংস্করণ
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ‘রক্তদানে আমাদের বনপাড়া’ নামে একটি মানবিক সংগঠন এ আয়োজন করে। বৃহস্পতিবার সকালে উপজেলার বনপাড়া পৌর চত্বরে এ আয়োজনের উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন।
সংগঠনের পরিচালক সজিব আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, শিল্পপতি আবুল কালাম আজাদ মোল্লা, বনপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস প্রমুখ।

















