প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২০ , ৫:০৪:২২ প্রিন্ট সংস্করণ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধভাবে বাঁশের বাঁধ দিয়ে মাছ ধরার ৩০ টি খলশুন উচ্ছেদ করে তা পুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার সকালে লক্ষনহাটী রেল ব্রিজের নিচে বড়াল নদীতে অভিযান চালায় ইউএনও প্রিয়াংকা দেবী পাল। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহা. বাবুর হোসেন উপস্থিত ছিলেন।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বড়াল নদীর রেল ব্রিজের নিচে বাঁশ ও মাছ ধরা খলশুন দিয়ে নদীর স্বাভাবিক স্রোতকে বাধাগ্রস্থ করে মাছ শিকার করছিলেন স্থানীয়রা।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে প্রথমে তাদের বাঁধ দেয়া বাঁশ ও খলশুন তুলে নিতে বলে। প্রশাসনের ওই নিষেধ অমান্য করায় সোমবার বাঁশের বাঁধ অপসারণ করে ৩০ টি খলশুন পুড়িয়ে দেন উপজেলা প্রশাসন।