ময়মনসিংহ

ভরাপাড়া কামিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালিত

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২০ , ৮:১০:৩২ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় ভরাপাড়া কামিল মাদ্রাসার উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার দিবস পালনের কর্মসূচিতে ছিল মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, কোরআন খতম, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। মাদ্রাসার গর্ভণিং বডির সহ-সভাপতি কামরুজ্জামান খান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আল-আমীন ভূইঁয়া। মাদ্রাসার উপাধক্ষ মো, মাজহারুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবু সাদেক, ইউপি আ’লীগ সভাপতি ফজলুর হক সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল খন্দকার, মাদ্রাসার গর্ভণিং বডির সদস্য নুরুল আলমীন, নুরুজ্জামান, এমদাদুল হক সুজন, সহকারী অধ্যাপক সুশান্ত কুমার সরকার, সাবেক শিক্ষক সুরুজ আলী প্রমুখ।

আরও খবর

Sponsered content