দেশজুড়ে

ভাবির মামলায় কারাগারে প্যানেল মেয়র সাইফুল

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৪ , ৬:১৮:১৩ প্রিন্ট সংস্করণ

ভাবির মামলায় কারাগারে প্যানেল মেয়র সাইফুল

ভাবির মামলায় কারাগারে ভোলার লালমোহন পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল কবির।

আজ (রবিবার) হাজিরা দিতে গেলে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভোলার জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. ফারুক হোসেন।

বাদিনীর আইনজীবী এডভোকেট মো. জাহাঙ্গীর আলম জানান. সাইফুল কবিরের বড় ভাই জিয়াউল কবির বরকত একজন প্রতিবন্ধী। তাদের মা নিজের জমি বিক্রি করে দুই ভাইয়ের জন্য যৌথ ঘর করে দেন। কিন্তু সাইফুল কবির তার প্রতিবন্ধী ভাইকে ওই ঘর থেকে উৎখাত করার পায়তারা করছিল। তারই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল ভাই জিয়াউল কবির বরকত ও তার স্ত্রীকে মারধর করে সাইফুল কবির ও তার লোকজন।

এ ঘটনায় দেবর সাইফুল কবিরসহ ৭জনকে আসামি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন তারই ভাবি জেসমিন আক্তার। ওই মামলায় হাজিরা দিতে আসলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সাইফুল কবিরের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

আরও খবর

Sponsered content