ভারত

ভারতের শহরাঞ্চলে পটকাবাজি নিষিদ্ধের আদেশ আদালতের

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ১২:০১:০৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:
ভারতের পরিবেশ আদালত শহরাঞ্চলে পটকাবাজি পোড়ানো নিষিদ্ধ করার আদেশ দিয়েছেন। ভারতে পটকাবাজি পোড়ানোর সবচেয়ে বড় মৌসুম সামনে রেখে সোমবার (৯ নভেম্বর) এই রায় দিয়েছেন আদালত। করোনাভাইরাসে আক্রান্ত বাড়ার সঙ্গে দূষণের সম্পর্ক উল্লেখ করে এই আদেশ দিয়েছেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। 

ভারতে শনিবার( ১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দিওয়ালী উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের আলো জ্বালানোর এই উৎসবে ভারতে ঐতিহ্যগতভাবেই লাখ লাখ পটকাবাজি পোড়ানো হয়। তবে এর কারণে বায়ুদূষণ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে দাবি করে থাকেন অনেকেই।

ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সোমবারের আদেশে বলা হয়েছে, পটকাবাজি জীবন ও স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। বাতাস দূষণের ঝুঁকি বাড়তে থাকায় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সব শহরে পটকাবাজি পোড়ানো নিষিদ্ধ রাখার আদেশ দেন আদালত।

এদিকে আদালতের রায়ের আগেই রাজধানী দিল্লিসহ রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ রাজ্যে পটকাবাজি বিক্রি ও পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা কিংবা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আরও খবর

Sponsered content