প্রতিনিধি ১০ নভেম্বর ২০২০ , ১২:০১:০৫ প্রিন্ট সংস্করণ
ভারতে শনিবার( ১৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দিওয়ালী উৎসব। হিন্দু ধর্মাবলম্বীদের আলো জ্বালানোর এই উৎসবে ভারতে ঐতিহ্যগতভাবেই লাখ লাখ পটকাবাজি পোড়ানো হয়। তবে এর কারণে বায়ুদূষণ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে দাবি করে থাকেন অনেকেই।
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সোমবারের আদেশে বলা হয়েছে, পটকাবাজি জীবন ও স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। বাতাস দূষণের ঝুঁকি বাড়তে থাকায় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সব শহরে পটকাবাজি পোড়ানো নিষিদ্ধ রাখার আদেশ দেন আদালত।
এদিকে আদালতের রায়ের আগেই রাজধানী দিল্লিসহ রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ রাজ্যে পটকাবাজি বিক্রি ও পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা কিংবা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।