প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২০ , ১:২৭:২৩ প্রিন্ট সংস্করণ
ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২৩ জন। অপরদিকে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার সাতজন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩৮৭।
এদিকে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৩৭ জন। এখন পর্যন্ত ১ হাজার ৭৭৭ জন চিকিৎসা নিয়ে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে।
অপরদিকে, বিশেষজ্ঞরা বলছেন, মে মাসের প্রথম সপ্তাহে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হবে অনেক বেশি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মে মাসের পরেই করোনার প্রকোপ ধীরে ধীরে কমতে শুরু করবে। ইতোমধ্যেই চীন থেকে সাড়ে ৬ লাখ করোনা পরীক্ষার কিট এসে পৌঁছেছে ভারতে।
তবে ভারতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র। বৃহস্পতিবার সেখানে নতুন করে ১৬৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১০৭ জনই মুম্বাইয়ের বাসিন্দা।
এখন পর্যন্ত মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৩ হজার ৮১। সেখানে ২৩ জন পুলিশ সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।
রাজধানী দিল্লির পরিস্থিতিও খুব একটা ভালো নয়। সেখানে গত ২৪ ঘণ্টায় ৬২ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৪০ এবং মারা গেছে ৩৮ জন।