দেশজুড়ে

ভারী বৃষ্টিতে মোরেলগঞ্জের জনজীবন বির্পযস্ত

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৫৩:৩৩ প্রিন্ট সংস্করণ

ভারী বৃষ্টিতে মোরেলগঞ্জের জনজীবন বির্পযস্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বৈরী আবহাওয়ার প্রভাবে ৪ দিনের টানা ভারী বর্ষণে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভাসহ কমপক্ষে ৪০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

ডুবে গেছে ৩ শতাধিক মৎস্য ঘের।  পানিতে নিমজ্জিত হয়ে আছে ১ হাজার হেক্টর ফসলি জমির রোপা আমন ধানের ক্ষেত। উপজেলার খাউলিয়া, মোরেলগঞ্জ সদর, বারইখালী, হোগলাবুনিয়া, বলইবুনিয়া,পঞ্চকরণ, পুটিখালী, রামচন্দ্রপুর ও তলীগাতি ইউনিয়নের অধিকাংশ গ্রামের শতশত বসতবাড়ির লোকজন পানিবন্দি হয়ে পড়েছে।

রাস্তাঘাট ও পুকুর ডুবে গেছে।   কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ১৬ হাজার হেক্টর ফসলি জমির মধ্যে নিম্নাঞ্চলের প্রায় ১ হাজার হেক্টরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, ৪ দিনের প্রবল বর্ষণে উপজেলার নিচু এলাকার মৎস ঘেরগুলো তলিয়ে গেছে

আরও খবর

Sponsered content