দেশজুড়ে

ভালুকায় ফ্যান চুরির অপবাদে কলেজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ 

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৭:২৮:২৬ প্রিন্ট সংস্করণ

ভালুকায় ফ্যান চুরির অপবাদে কলেজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ 

ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে ফ্যান চুরির অপবাদে তানজীদ নামে এক কলেজ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কলেজ শিক্ষার্থীর এক চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। বর্তমানে ওই শিক্ষার্থী  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা 

সিরাজ উদ্দিন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

থানায় করা অভিযোগ সূত্রে জানাযায়, শনিবার রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও বাজারের রাসেল ইলেক্ট্রনিক দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে শিক্ষার্থীর রাস্তা অবরোধ করে ফ্যান চুরির অপবাদ দেয় একই এলাকার শামসুল হকের ছেলে সাদিক (২৩), মৃত আমীর আলীর ছেলে  মুন্টু (৪৫), মফিজ উদ্দিনের ছেলে ফিরোজ (৩৫), মৃত নছুর ছেলে শামছুল (৫০), সাকিম উদ্দিন ওরফে কেটুর ছেলে আজাহার (৪৫), সিরাজুল ইসলামের ছেলে হান্নান (৩৩), মৃত হযরত আলীর ছেলে নুরু (৫৫), মৃত বেলাল উদ্দিন ওরফে বেলার ছেলে আজম (৩৫)। অপবাদের কথা অস্বীকার করায় উল্লেখিত ব্যাক্তিরা তানজীদকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। খবর পেয়ে তানজীদের চাচা আলতাব হোসেন এগিয়ে আসলে তাকেও মারপিট শুরু করে তারা। মারপিটের এক পর্যায়ে হামলাকারীরা আলতাবের মাছ বিক্রির চার লাখ আশি হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

আলতাব ও তানজিদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসতে দেখে হামলাকারীরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তির পর তানজীদের চোখের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। 

ঘটনার পর তামজীদের বাবা বাদি হয়ে থানায় অভিযোগ দিলে উল্লেখিত ব্যাক্তিরা অভিযোগ তুলে নিতে তানজিদের পরিবারকে হুমকি দিচ্ছে। 

এ বিষয়ে অভিযোক্তদের সাথে যোগাযোগ করে ব্যর্থ হওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অভিযোগের পর আহত ব্যাক্তিদের খোঁজ নেওয়া হয়েছে এবং এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে আসামীদের আইনের আওতার আনার চেষ্টা চলছে।