দেশজুড়ে

ভালুকায় মুরগী ও ডিমের দাম কমায় বিপাকে খামারি

  প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২১ , ৭:৩৪:০৭ প্রিন্ট সংস্করণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় মুরগী ও ডিমের দাম কমায় বিপাকে রয়েছেন খামারি সোলাইমান রাজ। তিনি ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর সুইস গেইট বাজার সংলগ্ন এলাকায় ফারিয়া পোল্ট্রি ফার্ম নামে একটি খামার করে বর্তমানে অসহায় জীবন যাপন করছেন।

খামারি সোলাইমান রাজ জানান, ২০১৭ সালে নিজ বাড়ী সংলগ্ন জমিতে তিনি ২টি মুরগীর শেড তৈরী করে প্রায় ৩ হাজার মুরগির লালন-পালন করছেন। কিন্তু এখন মুরগি ও ডিমের দাম কমায় বিপাকে রয়েছেন তিনি। একদিকে মুরগি ও ডিমের দাম কমা নিয়ে চিন্তা, অন্য দিকে বিভিন্ন রোগে মুরগি মারা যাওয়ায় একেবারে ভেঙে পরেছেন এ ব্যবসায়ী। ভোক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, এলাকায় বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে তৈরি করা হয়েছে এ খামারটি। প্রাণীসম্পদ বিভাগের প্রতি সোলাইমানের দাবি যাতে তার কষ্টে গড়া খামারের দিকে সজাগ দৃষ্টি রাখেন।

 

আরও খবর

Sponsered content