দেশজুড়ে

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দূর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২১ আগস্ট ২০২৪ , ৭:৫৯:১৭ প্রিন্ট সংস্করণ

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দূর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দূর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে টিম চেঞ্জ এক্স এর শিক্ষার্থীরা।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকে অবস্থান নিয়ে এ মানববন্ধন করেছেন তারা।

মানববন্ধনে একাধিক শিক্ষার্থীরা জানান, হাসপাতালটিতে স্বাস্থ্য সেবার অনুন্নত মানসহ রয়েছে চিকিৎসক সংকট। জটিল কোনো রোগী আসলেই তাদের চিকিৎসা না দিয়ে বরং রেফার্ড করা হয় অন্য হাসপাতালে। এসকল ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালের অনিয়ম ও দূর্নীতি বন্ধের দাবীতে মানববন্ধন করেন।

পরে সেনাবাহিনীর একটি টিম কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস দিলে মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা মূল ফটক ত্যাগ করেন।

আরও খবর

Sponsered content