প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ৬:৩২:৫৯ প্রিন্ট সংস্করণ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) উদ্যোগে ভিসতা ইলেকট্রনিক্সের পৃষ্ঠপোষকতায় ইনডোর গেমস শুক্রবার (১৭ অক্টোবর) শুরু হবে। ইনডোর গেমসে পুরুষ ও নারী এই দুই বিভাগেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ভিসতা ইলেকট্রনিকসের ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড পিআর) এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।
পৃষ্ঠপোষক ভিসতার পক্ষে এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন বলেন, সাংবাদিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিকাশে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। ভিসতা সবসময়ই এ ধরনের উদ্যোগে পাশে থাকবে। তিনি বলেন, সাংবাদিকদের জন্য এমন আয়োজন প্রশংসনীয়। ভিসতা সবসময় খেলাধুলা ও স্বাস্থ্য সচেতন কার্যক্রমে পাশে থাকবে। সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, ইনডোর গেমস আমাদের নিয়মিত আয়োজনের অংশ। ‘ভিসতা’ ডিআরইউ’র এই ইনডোর গেমসে স্পন্সর করায় প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি।
স্বাগত বক্তব্যে ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সদস্যরা পেশাগত কাজে ব্যস্ত থাকে। ব্যস্ততার মধ্যে শরীর ও মনকে চাঙ্গা রাখার জন্য ইনডোর গেমসের আয়োজন। পাশাপাশি এ বছর অন্যান্য ইভেন্টগুলোও সফলভাবে সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরো বক্তব্য রাখেন, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ ও কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূইয়া।
পুরুষ সদস্যদের ইভেন্ট : দাবা, ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রীজ, কল ব্রীজ (একক), অ্যাথলেটিক্স (২০০ মি:), সাঁতার, আর্চারি ও শ্যুটিং (রাইফেল পাওয়া সাপেক্ষে)। নারী সদস্যদের ইভেন্ট : ক্যারম (একক), লুডু ও শ্যুটিং (রাইফেল পাওয়া সাপেক্ষে)। এবারের ইনডোর গেমসের স্পন্সর দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিক্স।
















