আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২৫ , ৩:১৫:১০ প্রিন্ট সংস্করণ

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন
সংগৃহীত

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি শহরে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। লাখো মানুষের বাস এই শহরে ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির ভূকম্পবিদরা জানিয়েছেন, প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতির আশঙ্কা রয়েছে।

ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে শহরের সরকারি-বেসরকারি অফিসের কর্মচারীরা ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় গণমাধ্যম জানায়, ভূমিকম্পটি ছিল অগভীর, ফলে কম্পন তীব্রভাবে অনুভূত হয়। স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানান, মধ্য ফিলিপাইনে ভয়াবহ এক ভূমিকম্পে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যুর মাত্র ১০ দিন পর আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো দেশটি।

তবে সর্বশেষ এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আরও খবর

Sponsered content