রংপুর

ভূরুঙ্গামারীতে সোনালী ব্যাংকের স্থলবন্দর শাখার উদ্বোধন

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৪:৪৮:৫৯ প্রিন্ট সংস্করণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

ভূরুঙ্গামারীর সোনাহাট স্থল বন্দরে সোনালী ব্যাংকের ১২২৬ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোনাহাট স্থল বন্দর শাখার উদ্বোধন করেন সোনালী ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী। সোনালী ব্যাংক কুড়িগ্রাম অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিএন্ডএফ এর সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ব্যবসায়ী স্বপন কুমার সাহা প্রমুখ।

আরও খবর

Sponsered content