ঢাকা

ভৈরবে ২ বিদেশি নাগরিক আটক

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২০ , ১১:৪৯:০২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

পাসপোর্ট বিহীন অবৈধভাবে বাংলাদেশে বসবাস করার অপরাধে কিশোরগঞ্জের ভৈরবর দুর্জয় মোড় এলাকা হতে একজন লাইবেরিয়ান ও একজন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব-১৪।  

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ভৈরব দুর্জয় মোড় বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি টহল টিম ডিউটি করা কালে সকাল সাড়ে ১০টার সময় ভৈরব দুর্জয় মোড় বাসষ্ট্যান্ড এলাকায় দুইজন বিদেশি নাগরিককে অবস্থান করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় বিষয়টি কোম্পানী কমান্ডারকে অবগত করেন টহল টিম। খবর পেয়ে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় বিদেশি নাগরিকদ্বয়কে আটক করে। আটককৃত বিদেশি নাগরিকদের পরিচয় জিজ্ঞাসা করিলে একজন লাইবেরিয়ান ও একজন নাইজেরিয়ান নাগরিক বলে জানায়। কিন্তু তারা লাইবেরিয়ান ও নাইজেরিয়ান নাগরিকের কোনো পরিচয়পত্র এবং বাংলাদেশে অবস্থানের কোনো বৈধ পাসপোর্ট ভিসা দেখাতে পারেনি।

র‍্যাবের কোম্পানি কমান্ডার রাফিউদ্দিন যোবায়ের বলেন, তারা সন্দেহজনক ভাবে ভৈরব বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করার সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তারা বাংলাদেশে অবস্থানের পক্ষে বৈধ কোনো কাগজ পত্র দেখাতে না পারে নি। তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ৯ ধারার বিধান লঙ্ঘন এবং একই আইনের ১৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

সেনাবাহিনীর সাবেক মেজর সিনহার মৃত্যুর পর ৩ জনের সঙ্গে ফোনে কথা বলেন তৎকালীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের প্রধান লিয়াকত। এরমধ্যে ওসি ও এসপিও রয়েছে। হত্যার বিষয়ে কথা হলেও মাদক বা অস্ত্র উদ্ধারের কোন তথ্য ফোনালাপে পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘটনায় এসপির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আনা হবে আইনের আওতায়। টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা নিহত হওয়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনা তদন্তে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। জানা গেছে, ৩১ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে তৎকালীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের প্রধান লিয়াকত তার ব্যক্তিগত মোবাইল থেকে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপের অফিসিয়াল নম্বরে ফোন করেন। তিন মিনিট কথা বলেন তারা। এরপর ৯ টা ৩৩ মিনিটে মালখানার ইনচার্জ কনস্টেবল আরিফের ব্যক্তিগত নম্বরে ফোন করেন। তার সাথে ১ মিনিট কথা বলেন। এরপর ৯টা ৩৪ মিনিটে কক্সবাজারের পুলিশ সুপারের ব্যক্তিগত নম্বরে ফোন করেন লিয়াকত। সেখানে তাদের কথা হয় তিন মিনিট। কথোপকথনে লিয়াকত ঘটনা সম্পর্কে এসপিকে জানান। কিন্তু সেখানে মাদক ও অস্ত্র পাওয়ার কোন কথা উল্লেখ করেননি। এরপর ওসি প্রদীপ কুমার দাসের সাথে কথা হয় এসপির। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি তদন্ত হচ্ছে। ঘটনায় এসপির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসপির নাম যদি আসে আমরা দেখবো, যার নাম আসে দেখবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাউকেই ছাড় দিবেন না।’ তিনি আরো বলেন, ‘সাবেক মেজর সিনহার মৃত্যুর ঘটনা তদন্তে যারাই দোষী সাব্যস্ত হবে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তদন্তের মধ্যে যারা দোষী সাব্যস্ত হবেন কিংবা যারা দোষ করেছেন বলে প্রমাণিত হবে তাদের তদন্ত রিপোর্ট অনুযায়ী তাদের তাদের বিচার করা হবে।’ গত ৩১ জুলাই রাতে শামলাপুরের একটি পাহাড়ি এলাকায় শুটিং শেষে ফেরার পথে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করলো গৌরীপুর পৌরসভা

গাজায় আর ব্যাপক প্রাণহানি মানা হবে না, ইসরায়েলকে বলল যুক্তরাষ্ট্র

গাজায় আর ব্যাপক প্রাণহানি মানা হবে না, ইসরায়েলকে বলল যুক্তরাষ্ট্র

নিজের মৃত্যুর ‘খবর’ শুনেছেন ওবায়দুল কাদের

শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন

শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত রোগী ছাড়ালো একশো