দেশজুড়ে

ভোলায় নিখোঁজের ২দিন পর পরিত্যক্ত খাল থেকে শিশুর লাশ উদ্ধার

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৫ , ৮:১১:২৪ প্রিন্ট সংস্করণ

ভোলায় নিখোঁজের ২দিন পর পরিত্যক্ত খাল থেকে শিশুর লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের ২দিন পর বাড়ির পাশের পরিত্যক্ত একটি খাল থেকে মিনহাজ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (২৫ আগস্ট) উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের একটি খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। মিনহাজ পৌরসভার ৪নং ওয়ার্ডের মফিজুল ইসলাম সেন্টু মিয়ার ছেলে।

শিশুটির পরিবার সূত্রে জানায়, শনিবার দুপুরের পর থেকে নিখোঁজ হন শিশু মিনহাজ। এরপর তাকে অনেক খোঁজা হয় পরিবারের সদস্যদের দ্বারা। পরে সোমবার সকালে বাড়ির পাশের খালে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content