প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৪ , ৭:০২:২৮ প্রিন্ট সংস্করণ
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সকাল থেকে কালীনাথ রায়ের বাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে দলটির নেতাকর্মীরা।পরে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বন্যাঢ্য র্যালি বের হয়।র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন ,জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, এ দিনটিকে সামনে রেখে আমাদেরকে আগামীর জন্য প্রস্তুত করতে হবে।সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি গনতন্ত্র রক্ষায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আহবান জানান এ নেতারা।