ভোলা প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৫ , ৫:৫৮:৫৬ প্রিন্ট সংস্করণ
ভোলার দৌলতখান উপজেলাযর কাছাকাছি মেঘনা নদীতে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এমভি সৌমী ইসলাম ১ নামের জাহাজটি এমভি টিটু ৫৪ নামের একটি জাহাজের ধাক্কায় ঘটনাস্থলেই ডুবে যায়।
১০ অক্টোবর দুপুর ১২:০০ টায় দৌলতখানের মাছ ঘাট থেকে ৪ কিলোমিটার দূরে মেঘনা নদীর মাঝখানে এই ঘটনা।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ডুবে যাওয়া সৌমী লঞ্চের মাস্টার আমিনুল ইসলাম ঘটনার দিন দৌলতখান থানায় একটি জিডি করেন, জিডি নম্বর ৩৯২।
তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জাহাজটিতে মোট ১৮ হাজার ৫০০ ব্যাগ শাহ সিমেন্ট ছিল। এর বাজার মূল্য ৭০ লক্ষ ৫৬ হাজার টাকা। এছাড়াও, মালিক দাবি করেছেন যে জাহাজটির প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
জাহাজটি নারায়ণগঞ্জের শাহ সিমেন্ট কারখানা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে এমভি টিটু ৫৪ পণ্যবাহী জাহাজ এমভি সৌমি ইসলাম ১-কে নিচের অংশে ধাক্কা দেয় এবং জাহাজটি ঘটনাস্থলেই নদীতে ডুবে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে লঞ্চের মাস্টার আমিনুল ইসলাম বলেন, এমভি টিটু ৫৪ পাশ থেকে আমাদের জাহাজটিকে ধাক্কা দেয়। এর ফলে আমাদের জাহাজের নিচের অংশে প্রায় পাঁচ থেকে ছয় ফুট গর্ত তৈরি হয়। সেই গর্ত দিয়ে পানি প্রবেশ করে এবং জাহাজে থাকা ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট সহ পুরো জাহাজটি নদীতে ডুবে যায়।
মাস্টার আমিনুল ইসলাম আরও বলেন, টিটু ৫৪ জাহাজটি যখন আমাদের দিকে আসতে শুরু করে, তখন আমরা জাহাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু বিপরীত দিক থেকে কোনও শব্দ পাওয়া যায়নি। আমাদের জাহাজটি পানিতে ডুবে আছে। পরে স্থানীয় জেলেদের সহায়তায় আমরা এটিকে নদীর তীরের কাছাকাছি আনতে সক্ষম হই। এই ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
















