বরিশাল

ভোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২২ , ৭:৫৬:২৪ প্রিন্ট সংস্করণ

নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. রাফিন (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রাফিন স্থানীয় ৫৬নং দ্বেবীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিলেন।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের দ্বেবীর চর বাজার হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ছাদে এ ঘটনা ঘটে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত রাফিন বদরপুর ইউনিয়নের দ্বেবীর চর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রুম্মান খানের ছেলে।

ওসি জানান, বুধবার সকালে দ্বেবীরচর বাজার হোসাইনিয়া দাখিল মাদ্রাসার মাঠে রাফিন তার সহপাঠীদের সাথে লুকোচুরি খেলছিল। খেলার একপর্যায়ে রাফিন মাদ্রাসার ছাঁদে পানির ট্যাংকির পাশে লুকাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎতের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও খবর

Sponsered content