প্রতিনিধি ২২ মে ২০২২ , ৭:৩৩:৩১ প্রিন্ট সংস্করণ
নিয়াজ মাহমুদ জয়, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার দৌলতখানে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ষাটোর্ধ এক বৃদ্ধার বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষক ফারুক মিস্ত্রিকে (৬৪) আটক করেছে দৌলতখান থানার পুলিশ।
ধর্ষিতার মা জানান, চর-হাজারি গুচ্ছ গ্রামে আমরা বসবাস করি। পাশের ঘরে সে থাকতো। পানের জন্য আমি আমার মেয়েকে সেই ঘরে পাঠাই। কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পর, মেয়েকে আসতে না দেখে আমি সেখানে যাই এবং ঘরের দরজা আটকানো দেখি। পরে আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং আমার মেয়েকে সহ তাকে দেখতে পাই।
বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন খান বলেন, বাচ্চাটিকে ধর্ষণ করার জন্য চেষ্টা করা হয়েছে। তার মুখে কিছু দাগ আছে। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।