প্রতিনিধি ৫ মে ২০২০ , ৪:৪১:৫০ প্রিন্ট সংস্করণ
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর সুযোগ্য পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম ৫ মে ২০২০ খ্রিঃ মঙ্গলবার নরসিংদী সদর, মাধবদী, পলাশ থানাধীন বিভিন্ন পয়েন্টে করোনাভাইরাস প্রতিরোধে গণজমায়েত রোধ, অযথা ঘোরাঘুরি বন্ধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ।
এছাড়া পুলিশ সুপার,নরসিংদী মাধবদী থানাধীন বিভিন্ন টেক্সটাইল মিলস্-এ স্বাস্থ্য বিধি মেনে পরিচালিত হচ্ছে কিনা তা পরিদর্শন করেন। এ সময় তিনি টেক্সটাইল মিলস্-এ কর্মরত সকলকে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি সঠিকভাবে মেনে চলার জন্য আহবান জানান। করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশ সেবা প্রদানে সর্বদা প্রস্তুত আছে বলে জানান পুুুুলিশ সুপার নরসিংদী। „