প্রতিনিধি ১৯ মে ২০২৫ , ৭:৩২:৩৬ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করবে চট্টগ্রাম বিএসটিআই। মঙ্গলবার (২০ মে) যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হবে। এবারের প্রতিপাদ্য ‘Measurement for all times, for all people’ অর্থাৎ ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’।
বিএসটিআই চট্টগ্রামে উপপরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিত বলা হয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক দিবসটি উদযাপনের লক্ষ্যে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সকাল ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক ফরিদা খানম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেন। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যবসায়ী, শিল্প মালিক, সমাজ সেবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।