বরিশাল

মঠবাড়িয়ায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচীর বাস্তবায়ন।

  প্রতিনিধি ১৩ আগস্ট ২০২০ , ৮:২৯:৩১ প্রিন্ট সংস্করণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনার কর্তৃক পূর্ব ঘোষিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী স্মরণে বরিশাল বিভাগের সকল উপজেলার সরকারী দপ্তর কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হয়। তাঁরই অংশ হিসেবে মঠবাড়িয়া উপজেলার স্বনামধন্য উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহন করেন। ইউএনও ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস – চেয়ারম্যান জনাব আরিফুর রহমান সিফাত, অফিসার ইনচার্জ এ.জেড. এম.মাসুদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু, মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন রাজা মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক কর্মকতা মনিকা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা, এসআই জাহিদ হাসান, ইউনিসেফের প্রতিনিধি ডাঃ ফেরদৌস ইসলাম, ডাঃ সিরাজুল ইসলাম, প্রবীণ ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান শরীফ, ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া, ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তূজা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ

আরও খবর

Sponsered content