প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩৩:২৯ প্রিন্ট সংস্করণ
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী আকাশ কুমার কুন্ডু সহকারী কমিশনার (ভূমি)। আজিম উল হক অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজ, থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এস,আই জাহিদ হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা: ফেরদৌস ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান শরীফ, বীর মুক্তিযোদ্ধা শরীফ মো: আলমগীর হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজিবর রহমান, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। মঠবাড়িয়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন, অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক বলেন, আইন শৃংখলা স্বাভাবিক রাখতে অভিভাবকদের সন্তানের প্রতি আরো দায়িত্ববান হতে হবে। পৌরসভার প্রতিটি রাস্তায় বিকল হওয়া লাইট পোস্টে পৌরসভার উদ্যোগে বাতি লাগানো সহ সন্ধ্যার পরে পুলিশি অভিযান অব্যহত থাকবে। অনুষ্ঠানে বেশি সংখ্যক ইউপি চেয়ারম্যানদের ধারাবাহিক ভাবে অনুপস্থিত থাকাকে তিনি অনাকাঙ্খিত ও অনভিপ্রেত বলে মন্তব্য করেন। পরিশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ৪ জন শারিরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মো. ইউনুছ আলী প্রমুখ, এসময় শিক্ষার্থীরা হুইলচেয়ার পেয়ে আনন্দিত হয়।