ময়মনসিংহ

মধ্যনগরে চেক জালিয়াতির মামলায় একজন গ্রেফতার

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২১ , ৬:২৪:৩৫ প্রিন্ট সংস্করণ

কলমাকান্দা (নেত্রকোণা) :

সুনামগঞ্জ জেলার মধনগর উপজেলার থানা পুলিশ সুনামগঞ্জ সদর মডেল থানা এলাকা থেকে চেক জালিয়াতির মামলায় ওয়ারেন্টভুক্ত একজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী রিপন সরকার উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনোরঞ্জন সরকারের ছেলে।

মামললার বাদী সুজিত রায় জানান,বিগত তিন বছর আগে রিপন সরকার ৩ লাখ টাকা ধার নেয়।টাকা নেওয়ার সময় রিপন সরকার আমাকে একটি ব্যাংক চেক প্রদান করে।পরবর্তীতে চেক নিয়ে ব্যাংকে গেলে জানতে পারি এই চেকটি ভূয়া।বিভিন্ন সময়ে তারিখ নির্ধারণ করেও সে আমার টাকা ফেরৎ দেয়নি। যার ফলে আমি আদালতে তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা দায়ের করি।

মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী রিপন সরকার কে গ্রেফতারের আদালতে সোর্পদ করা হয়েছে।