সারাদেশ

ময়মনসিংহের সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৫ , ১১:২৯:০৩ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ময়মনসিংহের সঙ্গে সারা দেশের দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রোববার সকাল থেকে ময়মনসিংহ টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। শুক্রবার রাতে জুলাইযোদ্ধা আবু রায়হানকে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের হাতে লাঞ্ছিত করার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান শুক্রবার (১১ অক্টোবর) রাতে একটি বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগে। পরে নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে বারবার দুঃখপ্রকাশ করলেও অরুণ ঝন্টু তার সঙ্গে অশালীন আচরণ করেন ও কটূক্তি করে বাস থেকে নামিয়ে দেন।

ঘটনার পর রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় ইউনাইটেড সার্ভিসের কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে।

এর পরদিন শনিবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। শহরের বাইপাস এলাকায় এ সময় ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।

আরও খবর

Sponsered content