প্রতিনিধি ১৩ জুন ২০২১ , ৭:৪৫:০৮ প্রিন্ট সংস্করণ
প্রায় ছয়মাস হলো মরক্কোতে নিয়োগ পেয়েছেন ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড গভরিন। কিন্তু এখনও হোটেলে থেকে দূতাবাসের কার্যক্রম চালাচ্ছেন তিনি। কারণ, রাজধানী রাবাতের কোনো বাসিন্দা ইসরাইলি দূতাবাসের জন্য বাসা ভাড়া দিচ্ছে না।
কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, গত বছর চতুর্থ আরব দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে মরক্কো। এরপর ইসরাইল ডেভিড গভরিনকে মরক্কো মিশনের প্রধান হিসেবে নিয়োগ দেয়।
মরক্কো এবং ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোর রাজধানী রাবাতের মানুষ ইসরাইলি দূতের জন্য জায়গা বরাদ্দ দিচ্ছে না।
গত সপ্তাহ মরক্কোর স্থানীয় গণমাধ্যম আসাফিয়ার খবরে বলা হয়, ইসরাইলি দূতের বাসস্থান খোঁজার জন্য ভাড়া করা এজেন্সি মরক্কোর মনোরম আবাসিক এলাকায় একটি উপযুক্ত বাসা খুঁজে পান। ফ্লাটটির প্রয়োজনীয় নিরাপত্তা থাকায় ইসরাইলি দূত ডেভিড গভরিনও বাসাটি পছন্দ করেন। কিন্তু সমস্যা হলো-ভবনটির মালিক যখন জানতে পারেন ইসরাইলি দূতের জন্য বাসা ভাড়া নেওয়া হচ্ছে, তখন তিনি বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান।
খবরে বলা হয়েছে, ওই এলাকায় আরেকটি আবাসিক ভবনেও একই রকম ঘটনা ঘটেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মরক্কোতে নিয়োগ পাওয়ার পূর্বে ডেভিড গভরিন মিশরের রাষ্ট্রদূত ছিলেন। মরক্কোতে নিয়োগ পাওয়ার বিগত ছয়মাস ধরে তিনি রাবাতের একটি হোটেলে থাকছেন।
গত বছর মরক্কো যখন ইসরাইলে সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তখন দেশটির নাগরিকরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। কিন্তু মরক্কোর সরকার ‘ইতোমধ্যে ইসরাইলে সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রয়েছে, এবং সেই স্বাভাবিক সম্পর্ক পুনরায় শুরু করা হচ্ছে’ বলে নাগরিকদের শান্ত করেন।
মরক্কোর নাগরিকরা সর্বশেষ ফিলিস্তিনে ইসরাইলের টানা ১১ দিন বোমা বর্ষণের প্রতিবাদে শহরগুলোতে বিক্ষোভ মিছিল করেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় গত বছরে চতুর্থ মুসলিম দেশ হিসেবে ইসরাইলকে স্বীকৃতি দেয় মরক্কো। বিনিময়ে যুক্তরাষ্ট্র বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলে মরক্কোর দাবিকে স্বীকৃতি দেয়।
গত বছর সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এর পর আরেক মুসলিম দেশ সুদান চলতি বছরের শুরতে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তার আগে মাত্র দুটি দেশ মিশর ১৯৭৯ সালে ও জর্ডান ১৯৯৪ সালে ইসরাইলে সঙ্গে শান্তি চুক্তি করে।
ভোরের দর্পণ ডেস্ক: