প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ৮:০১:৪৪ প্রিন্ট সংস্করণ
মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক,সার ও বীজ ব্যাবসায়ী ডিলার আবুল কালাম আজাদের জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিটের সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বুধবার বাদ জোহর বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া টালিয়াপাড়া দারুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
জানাজায় অংশ নেন- ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার সামির সাত্তার,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ,সদর ইউপির সাবেক চেয়ারম্যান ফখরুজামান মতিন,পৌর কাউন্সিলর হারুন অর রশিদ,কামরুজামান সুজন সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা ও সর্বস্তরের মানুষ।
মরহুম ডিলার আবুল কালাম আজাদ স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।