খুলনা

মহম্মদপুরে গাঁজা গাছ উদ্ধার সহ আটক ১

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ৭:৫২:৫৭ প্রিন্ট সংস্করণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার মন্ডলগাতি গ্রাম থেকে গাঁজার গাছ সহ একজনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আবুল বাশার (৪২) নামে ঐ গাঁজার গাছের মালিক কে আটক সহ গাঁজার গাছ উদ্ধার করা হয়। নিজ বাড়িতে গাঁজার গাছ আবাদ করেছেন এমন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার এসআই তারেক এর নেতৃত্বে এএসআই মাহফুজ কামরুল মিজান ও আজিবর মন্ডলগাতি গ্রামে আবুল বাশারের বাড়িতে অভিযান চালায়। এসময় বাশারের বাড়ি থেকে রোপনকৃত ৮ফুট লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার সহ বাশার কে আটক করা হয়। বাশার মন্ডলগাতি গ্রামের মৃত মতিয়ার মোল্যার ছেলে। মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ তারক বিশ^াস জানান, নিষিদ্ধ গাঁজা গাছ রোপনের দায়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content