প্রতিনিধি ১ অক্টোবর ২০২১ , ৮:২০:৪৩ প্রিন্ট সংস্করণ
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে সনাতন বিদ্যাপীঠ বাংলাদেশ এর মাতৃ পূজা উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার মহাদেবপুর কেন্দ্রীয় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরে আয়োজিত মাতৃ পূজা উৎসবে মহাদেবপুর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী ) আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম।
উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন রাজশাহীর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহা. মাহবুবুর রহমান ধলু, চেরাগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবনাথ মিশ্র, রঘুনাথ জিউ মন্দিরের সভাপতি নির্মল চন্দ্র বিশ^াস ও সাধারণ সম্পাদক অমিয় চন্দ্র মন্ডল, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ প্রমুখ। বক্তব্যের পূর্বে উদ্বোধক তপন কুমার সেন প্রধান অতিথিসহ অতিথিদের সঙ্গে নিয়ে মঙ্গল প্রদীপ জালীয়ে মাতৃ পূজার উদ্বোধন করেন। এ দিন বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা নিজ নিজ মায়ের পূজা করেন।