প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২০ , ৭:০২:৩৩ প্রিন্ট সংস্করণ
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার বিআরডিবি’র সমবায়ী সদস্যদের মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) বিআরডিবি মহাদেবপুর আয়োজিত ই-প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিডিপি’র প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. মো. আলফাজ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিডিপি’র উপ-প্রকল্প পরিচালক মো. মোক্তার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, বিআরডিবি নওগাঁর উপ-পরিচালক মো. খাদেমুল বাশার ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল সাহা বুদু। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সালাউদ্দীন সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার হিরেন্দ্রনাথ সরকার, পতœীতলা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার পোল্লাদ কুমার কুন্ডু, আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।